কবিতা

কবিতা- নবান্নে হও সাথী

নবান্নে হও সাথী
-শিলাবৃষ্টি

 

 

বঙ্গের এই রঙ্গশালায়
নটরাজের নাচন…
ছয়টি কালের আসা যাওয়া
মনের মাঝে মাতন।
ঢাকের বাদ্যি ,শিউলি শালুক
শরৎ সুবাস শেষে,
বৈরাগিনী হেমন্তিকা
আসলো মৃদু হেসে।
হিমেল আবরণে আজি
ঘোমটা খানি টেনে —
দুহাত ভরে দিয়েই গেলে
স্ব- স্নিগ্ধ নয়নে।
খেটে মরে চাষা সারা দিনভর
বারোমাস জলেরোদে,
মুখের আহার জোগায় তাহারা-
মেটায় পেটের খিদে।
হেমন্তে আসি উৎসবে মাতে
হাতে হাতে ধান কাটে,
স্বর্ণ ফসলে ভরে দেয় গোলা
আনন্দ মাঠে বাটে।
আঙিনার মাঝে ঘট পাতা ঐ
নতুন ধানের শিসে
উৎসব হোক তোমার আমার…
স্নেহ ভালবাসা মিশে।
নবান্ন এল প্রতি ঘরে ঘরে
মাঠের সোনার ধানে,
অঙ্গন আজ হাসছে দেখো …
তোমার পূর্ণ দানে।
নিজেকে কেন গুটিয়ে রাখা!
বিষন্নতার ছায়ে!
হেমন্তিকার প্রাচুর্য তো –
তোমার পায়ে পায়ে।
মমতাময়ী মাগো আমার
উদাস কেন বলো?
নতুন ধানের ঘ্রাণে যখন-
সবাই দেখে আলো!
তোমার আশিস মাথায় নিয়ে
আনন্দে আজ মাতি,
শাঁখ বাজিয়ে, উলু দিয়ে
“নবান্নে” হও সাথী।

Loading

One Comment

Leave A Comment

You cannot copy content of this page