ঝকমারি
– সঞ্জিত মণ্ডল
কতো কে যে কতো ভাবে চাইছে দিতে বাঁশ-
আগে থেকে বুঝলে ভালো নইলে গলায় ফাঁস।
লাফিয়ে চললে বুঝতে হবে যাচ্ছে লোকাল বাস-
টিকিট ফাঁকি ইচ্ছে মতন খায় সরকারি বাস।
চোখ থাকতে অন্ধ যিনি সে-তো পুলিশ জানি-
হাত বাড়িয়ে কতো নেতাই খায় জানি কাটমানি।
অতি কষ্টে ফেরত পাবেন দিলে টাকা ধার-
দমন করা যায় না মোটে দুর্নীতির আধার।
পূর্বে ছিলো এখন যা নেই সেটা সততা-
শেষ হয়েও হয়না যা শেষ বাংলা সিরিয়াল কথা।
অসম্ভব কে সম্ভব করে সে নিউজ চ্যানেল –
খবর রটায় খবর পটায় তিরপিত ভেল।
সবচেয়ে সুখাদ্য খাবার সেটা হলো ঘুষ-
প্রতিবাদ টা যারা করে তাদের আছে হুঁশ।
সবকিছু যে সহ্য করে তার নাম জনগণ –
নির্বাচনে জেতায় তবু ঝাড় খায় সর্বক্ষণ।
ক্রমশ যা বৃদ্ধি পাচ্ছে সেটা দ্রব্যমূল্য –
ভাষণ শুনলে মনে হবে জনধন কি অমূল্য।
মিথ্যে ভালো বলতে পারে এখন নেতারাই-
শুলুকসন্ধান করতে গেলে বুঝবে বিপদ ওটাই।
হরেক মানুষ হরেক কথা ঝামেলা কম নয়-
সাধুসঙ্গ করতে চাইছো সবাই সাধু নয়।
কেউ লুটছে টাকাকড়ি কেউ দিচ্ছে বাঁশ-
যাকেই ভোটে জেতাও তুমি দেশের সর্বনাশ।
কি ঝকমারি তাড়াতাড়ি বুঝতে যদি পারো-
দেশের দশের সবার ভালো বুঝে সমঝে চলো।
আমার আন্তরিক ধন্যবাদ আর অন্তহীন শুভেচ্ছা জানাই। আলাপী মন এর সকল সদস্য বন্ধুদের জানাই হার্দিক অভিনন্দন
🙏🙏