কবিতা- ‘মৃৎ-বত’

‘মৃৎ-বত’ 

-অমল দাস

 

 

ব্যস্ত মোড়ে মনুমেন্টের ছায়া পূবে শায়িত হয়ে

অবসাদের আস্বাদে বিদায়ী দিনের ইস্তেহার বাঁটে।   

পেন্ডুলামের  কাঁটা দোল  দিয়ে  ঘন্টায়  তাল  দেয়  যখন

তখন একদল  স্কুলছুট দৌড়ে  আসে বিপ্লবের ঘ্রাণে;

ছুটন্ত ঘোড়া আর ফুটন্ত ক্ষোভ দুই-ই অপ্রতিরোধ্য

ভালো-মন্দ ইতিহাস লিখতে পারে অনায়াসে।

ইতিহাসে যারা এতকাল ক্রীতদাস-

         এ পৃথিবী আসলে তাদের মৃতবাস।

মৃৎ -এর ঘরে যত মূর্তি তৈরি হয়

তাতে রঙ প্রলেপন হলেও

 -প্রাণের সঞ্চার ঘটেনি!     

তারা দেনার দায়ে কল্পনার আড়ালে লুকিয়ে বেরায়

কল্পনা আর জল্পনার সহবাসে কস্মিনকালেও-

কোনও নবজাতকের চোখ খোলেনি আস্তিকালোয়।

যে শিশু আঙুল ধরে গুটি পায়ে হেঁটে এসে বলবে

‘ইনিই আমার পিতা আর ওই দূরে…

কাঠের চুলায় আগুন ধরান তিনিই আমার মাতা’।

Loading

Leave A Comment