কবিতা

কবিতা- ওষুধ

ওষুধ
– সঞ্জিত মণ্ডল

ভালোবাসায় মজলে দেখি কতো মানুষ হয় কুপোকাৎ,
ভাবুক উদাস আনমনা ভাব বুকের মধ্যে রক্ত ছলাৎ!
মিষ্টি লাগে তেতো ওষুধ বসন্ত বয় মনের বাতাস-
শীত বসন্তে নেই ভেদাভেদ উড়ু উড়ু মনটা উদাস।

মিষ্টি লাগে আকাশ বাতাস মিষ্টি মধুর অপেক্ষা রাত-
সব কিছুতেই ভাবনা বিলাস একাকার হয় সব দিনরাত!
ভালোবাসি বলতে হাসি মুচকি হাসি মুচমুচে স্বাদ-
গরম গরম সিঙাড়া যেমন সঙ্গে না হয় চা টাও থাক।

সত্যি বলো প্রেম করাটা কঠিন হলেও কি আরিব্বাস!
সবাই যদি চেষ্টা করে ভালোবেসে জীবন শাবাশ।
বুকের মধ্যে দুরুদুরু প্রথম প্রেমের দমকা বাতাস-
সবাই যদি ভালোবাসে বাঁচা মরায় নয় কুপোকাৎ।

নদীর জলে নৌকা বেয়ে এদিক ওদিক ঘুরতে তো যাস-
জীবন ধারা বদলে যাবে প্রেমের ফাঁদে বুঝবি তফাৎ!
না হয় হবে নরম গরম প্রলয় বুকের শ্বাস প্রশ্বাস-
খানা খন্দ নয়কো দ্বন্দ্ব মিষ্টি প্রেমে পড়লে উদাস।

কেউ কি ভাবো করবে না প্রেম কিছুতে আর ছোঁবে না জল-
বাঁচা বড়ো কষ্ট হবে দেখবে জীবনতরী টলমল।
উপরওয়ালা প্রাণ দিয়েছে প্রানের সাথে মন জুড়ে যাস-
পৃথিবীটা দেখবে ভালো আঁধার কালোয় আলোর আভাষ।

মনের ওষুধ নয়কো কড়া পাওয়ার দেখো যার যেমন ধাত-
বেশী পাওয়ার পড়লে পরে দুচার দিনেই পড়বে ধপাস!
যার যেমন হয় অভিরুচি সমান সমান কেউ খুঁজে পাস-
বদ হজমের লাগবে গুলি উঁচু নীচু থাকলে বিবাদ।

দেখে শুনে বাজিয়ে নিও মনের ওষুধ মনের সাথী-
বয়স টয়স নয়কো বাধা মনের মিলেই জ্বলবে বাতি!
সবাই দেখো ছুটছে কতো গণৎকার আর বদ্যি বাড়ি-
মনের সাথী ভাব করে নাও ভরবে জীবন কাটবে রাতি।।

Loading

One Comment

  • Sanjit Kumar Mandal

    আমার আন্তরিক ধন্যবাদ আর অন্তহীন শুভেচ্ছা জানাই প্রিয় বন্ধুরা, আলাপী মনের সকল সদস্য বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন।

Leave a Reply to Sanjit Kumar MandalCancel reply

<p>You cannot copy content of this page</p>