.নতুন ভারত বেশ
– অমরেশ
LIC আর Rail বেচে দে,
খুলবো চায়ের দোকান
নোট বন্দি, ব্যাংক বন্ধ,
আমরা অন্ধ, আমরা জনগণ।
আমরা যা কামাই
সবই যায় Emi
ভোগের থালায় ভাগ না পেলে
লাইন দিয়ে সবাই চেঁচায়,
হাজার হাজার চাকরি হবে
হাজার হাজার কর্মস্থান,
মুখের বুলি, মুখে মারি
চারিদিকে শুধুই দেখি শূণ্যস্থান।
ওরে, ওরে সব বেচে দে
ভিক্ষা ঝুলি হাতে দিয়ে
রেশন দোকান- দে খুলে দে
দুয়ারে দুয়ারে ডাক পড়েছে
মেরুদন্ড দে বেচে দে।
ডোমের ঘরে PHD ধারী
নেতার ছেলে চড়ছে গাড়ী,
যোগ্যপার্থী বড়োই অভাব পরীক্ষার হলে
নেতার ছেলে নেতা হবে বিলাস বহুল তলে।
চপশিল্প বড়োশিল্প অট্টালিকা হবে
যুবসমাজ বসে আছে আমার হবে কবে?
তেলেভাজা পাপড়ি চাট খেতে ভারী খাসা
অর্থাদায়ে গলায় দড়ি মাস্টার ডিগ্রি চাষা।
উন্নয়নের জোয়ার ধেয়ে
রাস্তা মাঝে নৌকা বেয়ে
নাচন কোঁদন আর হুল্লোড়ে
ক্লাবগুলো উঠছে ফুলে।
ফ্লাট বাড়ী সিন্ডিকেট
সুট বাবু মারছে কেট।
বিদেশ বিভূঁই ঘুরে এসে
রাজপ্রাসাদে বসে,
M.P. কোটা কিনে নিতে
হিসাব নিকাশ কষে।
রাজা ছিল, রাজ্য ছিল সবই এখন ইতিহাস
আমরা জনগণ, আমরা করছি কারাবাস ।
বাক স্বাধীনতা নামেই আছে মৌলিক অধিকার
মাফিয়া রাজ চলছে দেশে সেটাই এখন সর্বাধিকার ।।
এ এক বৈচিত্রের দেশ, নতুন ভারত বেশ।
রক্ত দিয়ে হলো স্বাধীন, আমরা পরাধীন।
সব বেচে দে, সব বেচে দে, সব বেচে দে
দেশ বেচে দে, সব বেচে দে সব বেচে দে।