কবিতা- জীবনের মানে

জীবনের মানে
– রাখী চক্রবর্তী

জীবন মানে ঘুম চোখে দেখা
প্রথম রবির কিরণ,
জীবন মানে সকল স্বপ্ন
করতে হবে পূরণ।

জীবন মানে বিনি সুতোয় গাঁথা
‌‌হাজার সুখের মালা,
জীবন মানে ঘুনধরা ভালবাসায়
‌ হিসাব দেওয়ার পালা।

জীবন মানে মনুষ্যত্বহীন
মানুষদের ভালবাসা,
জীবন মানে প্রিয়জনদের
কাছে পাওয়ার নেশা।

জীবন মানে কাঁটাতারের
ওপর দিয়ে চলা,
জীবন মানে শুধু যৌবন না
আছে বার্ধক্যের জ্বালা।

জীবন মানে হাল ফ্যাশনে
বেঁচে বর্তে থাকা,
জীবন মানে আমার সোনার বাংলার
রঙে রসে মজে থাকা।

Loading

One thought on “কবিতা- জীবনের মানে

Leave A Comment