কবিতা

কবিতা- প্রকল্পের খিচুড়ি

প্রকল্পের খিচুড়ি
– অমরেশ কুমার

 

 

হাজার প্রকল্প নামে সামাজিক সুরক্ষা
চলছে শুধু ভোটের ললিপপ
আমরা রাজনীতির শিকার
সরকারের সদিচ্ছার অভাব।

“সামাজিক সুরক্ষা” প্রকল্প হোক বাস্তবায়িত
চাই সামাজিক সুরক্ষা
প্রার্থীদের সুনিশ্চিত চাকরি চাই,
গতিধারায় জীবনের গতি চাই
কর্মসংস্থানের গতি চাই
সুনিশ্চিত কর্মজীবন চাই।

বেকারত্ব ও দারিদ্রতা
“মুক্তির আলো”তে মুক্তি দিন
“খাদ্যসাথী” সুবিধাভুক্ত
যারা বঞ্চনার তারা সব কিছুতেই বঞ্চিত
বেকারত্বও দারিদ্রতা নিয়ে ছিনিমিনি
অসহায় যুবসমাজ শুধু দিন গুনি।

সবুজ এর সাথী হয়ে শিক্ষাঙ্গনে
শিক্ষায় শিক্ষিত বেকার হয়ে
অস্থায়ী ঝান্ডা ধরা বখাটে আছে অফিসে
শিক্ষিত বেকার পড়েছে অসহায় হয়ে
স্বাস্থ ভবন শয্যাশায়ী
নার্সরা হয়েছে পরিযায়ী
সিভিক এর ছড়াছড়ি
ওয়েটিং লিস্ট দীর্ঘ খালি।

মানবিক দৃষ্টিতে চেয়ে দেখো
শিক্ষিত বেকার আজ কাঁদে দিন গুনে
রাজনীতির খেলা হোক রাজধানীতে
খেলা বন্ধ হোক বেকারের চোখের বন্যাতে
অমানবিকতা বন্ধ হোক,
বন্ধ হোক প্রতিশ্রুতির বুলি
কনাশ্রী আলো পেলো, যুবশ্রী অসহায়
সবুজাশ্রী দমবন্ধ পরিবেশে বিভীষিকাময়।

ভাতা নয় চাকরি চাই
জীবন থমকে না যায়,
চাই স্কুল, চাই পঠন-পাঠন
চাই না মিথ্যার সরকারি বচন
চাই না মিথ্যার প্রতিশ্রুতি
চাই কুর্শি ক্ষমতার ইতি।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>