আবার সুভাষ
-উজ্জ্বল দাস
আরো একটা সুভাষ চায় ভারতবর্ষ।
আরো একটা তুমি চায় ভারতবর্ষের মানুষ
আরো একটা হিম শীতল চাহনি চায় একশ তিরিশ কোটির দেশ।
যে চাহনি তে কেঁপে ওঠে গোটা পৃথিবী-
কেঁপে ওঠে বর্বরতা, অসভ্যতা, অমানবিকতা, অসহিষ্ণুতা।
কেঁপে ওঠে কাপুরুষের বুটের শব্দ, রুদ্ধ হয় কন্ঠস্বর।।
হাজার বার পরাধীন হতে চাই তোমার শাসনে,
হাজার বছর পরাধীন থাক একশ তিরিশ কোটির বর্বর ভূখণ্ড।
হাজার বছর পরাধীন থাক ধর্ষণ রোগে আক্রান্ত ভারত,
হাজার বছর পরাধীন থাক মুমূর্ষু রোগীর পকেট কাটা দেশ।
হাজার বছর পরাধীন থাক উলু খাগড়ার প্রাণ ভিক্ষা করা অসভ্য প্রজাতি।
হাজার বছর পরাধীন থাক ক্ষুধার্থ পৃথিবীর ঘুষ খোর দেশ।।
হাজার বছর তোমাকে চাই।
বাচঁতে চাই, প্রাণস্পন্দন চাই।
মাথা উঁচু করে চিৎকার করে বলতে চাই,
আমরা ইতর নয়, আমরা অসভ্য নয়, আমরা বর্বর নয়।
আমাদের দেশে ধর্ষণ হয় না, আমাদের দেশে ছিনতাই হয় না
আমাদের দেশে অন্ধকারেও ফিসফিস করে কথা হয় না।
ফিরে এসো সুভাষ।
পরাধীন ভারত তৈরি হোক তোমার শাসনে।
আরো একটা সুভাষচন্দ্র চায় ভারতবর্ষের মানুষ।
আরো একটা সুভাষ চায় ভারত।।