কবিতা

কবিতা- “ফিরতে চাই”

“ফিরতে চাই”
– উজ্জ্বল সামন্ত

 

 

ফেরা কি সবসময় সম্ভব? যদি ফিরতে চাই অতীতে
বয়ে যাওয়া কালবেলা ছেলেবেলার মধুর স্মৃতিতে
ফিরতে চাই বন্ধুদের মাঝে স্কুলের বেঞ্চে শ্রেণীকক্ষে

ফিরতে চাই প্রথম ভালোলাগা ভালোবাসার মানুষের চোখে

ফিরতে চাই হারিয়ে যাওয়া দিনগুলিতে যা কখনো ফিরবে না
ফিরতে চাই মুক্ত বাতাসে যেখানে নিঃশ্বাসে বিষ মিশবে না
ফিরতে চাই সবুজ অরণ্যে পাখিদের কুহুতানে শিমুল পলাশের বনে
ফিরে দেখা মেঠো পথ সহজ সরল অকৃত্রিম জীবনে

ফিরতে চাই রাবার পেন্সিলে ভুলগুলো মুছতে এক লহমায়
ফিরতে চাই অকৃত্রিম স্নেহে কারো আঁচলে মোহ মায়ায়
ফিরতে চাই আবিষ্কারে অকৃত্রিম প্রাণখোলা হাসি খুঁজতে
খুঁজে ফিরি মনের আশা ভাষা কারো হৃদয়ের গভীরে

ফিরতে চাই সম্পর্কের গভীরতায় আয়নার মতো স্বচ্ছ
ফিরতে চাই সেই সংসারে যেখানে নেই কোন কলহ
ফিরতে চাই সেই সমাজ জীবনে যেখানে নেই কোন ভেদাভেদ
দারিদ্র কুসংস্কার উঁচু নিচু জাত পাত ধর্মের নামে নেই খেদ

আয়নায় দেখি নিজের মুখ অনেকটা বদল হয়েছে
বদলেছে দিন বদলেছে বছর সময়ের কালচক্রে
নদীর ঢেউ পাহাড়ি ঝরনা সময় কেউ তো থেমে নাই
ফিরতে চাই সেই সন্ধিক্ষণে যেখানে নতুন করে শুরু করা যায়…

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>