কবিতা

কবিতা- ধিক্কার

ধিক্কার
– পায়েল সাহু

 

 

গভীর রাতের নিস্তরঙ্গ বাতাস ছুঁয়ে যায়
কানে কানে বলে যায় অতীতের গল্প,
শুধু ভুল আর ভুলে ভরা ইচ্ছের ধিক্কারে
শিহরিত হয় শরীর আর মন।
আত্ম সমালোচনার বিচার সভা বসে
নিস্তব্ধ রাতের অখণ্ড অবসরে,
অভিযোগের তীব্র আগুনে প্রতি রাতে
দহন জ্বালায় মৃত্যু বরণ করে অন্তরাত্মা।
হাসিমুখের ছাই চাপা আগুনে,
প্রতিনিয়ত বিসর্জিত সম্পর্কের শব।
তবু জীবন এগিয়ে চলে আপন স্বচ্ছন্দতায়
আরও কিছু ভুলের নেশায়,
সমস্ত চাহিদাকে কুক্ষিগত করার ইচ্ছেয়,
অসাবধানী সিদ্ধান্তে না চাইতেও আরো কিছু
সম্পর্কের মৃত্যু মিছিলের অগ্রভাগে।

Loading

2 Comments

  • Jit Sah

    মন এমনই এক স্বাধীন স্বত্ত্বা, যাকে বশ্যতা স্বীকার করানো খুব কঠিন।

Leave a Reply to Jit SahCancel reply

You cannot copy content of this page