অণু কবিতা অণু কবিতা- বীজমন্ত্র February 5, 2021 / বীজমন্ত্র– সুজিত চট্টোপাধ্যায় ভালো থেকো..বললেই কী ভালো থাকা যায়?শর্ত আছে না,ভালো রাখার শর্ত; পুরণ করেছিস?না? হায়, তবে হলো না।বীজ বপন কর, তবে তো ফসল,ভালোবাসার, ভালোরাখার আনন্দ ফসল।নে, এইবারে ভালো থাকএইভাবে আজীবন,ভালো রাখাই ভালো থাকার বীজমন্ত্র ।।