কবিতা- ভোকাট্টা

ভোকাট্টা
-রাখী চক্রবর্তী

 

 

রঙ্গমঞ্চে আলোর সারি
চলছে যাত্রাপালা, নাটক
সময়ের ফাঁকফোকড় দিয়ে
নকল গেল বেরিয়ে
আসল পড়ল আটক।
‌ মুখে রঙ মেখে সঙ সাজা
বড্ড দামি আজ
নীতি বাক্য পকেটে পুরে
সাজি লোক দেখানো সাজ।
বিবেক বুদ্ধি আছে সবার
জানি সবই জানি,
শিশমহলে থেকে তবু
চপার আঘাত হানি।
বিকলাঙ্গ সমাজের কাছে
সত্যবাদীরা হয় বোঝা,
মিথ্যাচারের রঙিন ফানুস
ধরা অত হয় না সোজা।
স্বর্গ মর্ত্য ত্রিভুবন
দত্তাপহারীতে ভরা,
নিজের ভুল সব না শুধরে
শুধু অন্যের ভুল ধরা ।
এ বলে আমি শুদ্ধ ও বলে আমি,
যুদ্ধ যুদ্ধ খেলা দেখে হাসেন অন্তরযামী।
সিংহাসনে বসার জন্য বিসর্জন দিচ্ছি
আচার নিষ্ঠা ভদ্রতা,
মনের অলিন্দে যদি গজিয়ে উঠতো এতটুকু বিশ্বাস ও ভালবাসা
তবে জীবন নামক ঘুড়িটা কখনোই হতো না ভোকাট্টা।

Loading

Leave A Comment