Site icon আলাপী মন

কবিতা- মাটির খোঁজে..

মাটির খোঁজে…
– দেসা মিশ্র

 

 

মনের তাকগুলো পূর্ণ জমা খরচের হিসেবে,
এখন আর ঘুম আসে না,

হিংসে হয় যখন জানলা দিয়ে চোখ চলে যায়….
কি নিশ্চিন্তে নারকেল পাতাগুলো ঘুমিয়ে পড়ে ওই চাঁদের বুকে।

নতুন পথে পাথর অনেক বেশি,
আমি মাটি খুঁজি শিকড় ছড়াবো বলে।

ব্যর্থ দিনের ওষুধ হয়তো নীল ভেজা আকাশ…

তবু সেই মস্ত চোর এসে ফিকে করে দেয় গল্পের পাতা।

ঘন আঁধার – ঝিনুক,
সব দাহ জুড়িয়ে যায় সবুজ কবিতা জন্ম নিলে।

বন্ধ ঘর খুলে.. আলো আসে
বাতাসও,
মাটিতে শিকড় ছড়ায়…
তোমরা দেখবে বলে,
হাসবে বলে,
ভালোবাসাবে বলে।

Exit mobile version