কবিতা

কবিতা- ভালোবাসার দিন

ভালবাসার দিন
-সুজিত চট্টোপাধ্যায়

 

 

ভালবাসো বা নাই বাসো
আজ ভালবাসার বরাদ্দ দিন।

গোলাপ দামী অথবা বাড়ন্ত!
চকলেট খেতে হয়, উপহার,,
চুম্বন আর আলিঙ্গন মেখে।

গেল বছর হকদার ছিল অন্য জন
এবছর তুমি, প্রাণসখা কিংবা প্রাণসখি।
বদল তো হতেই পারে, চঞ্চল মন। কিন্তু,
তারিখ বদল হবেনা ভালবাসার ক্যালেন্ডার
এবং নির্ধারিত নাম।

শুধু বদলে যায় ভালবাসার মানব মানবী,
স্বার্থপরতার মিথ্যে টানাপোড়েনে।

এসো সেলিব্রেশনে মাতি, নাটুকে,
হুজুগ বৈ তো নয়, এসো আদর করি,
অভিনয়ে আপত্তি কী?
আজ, ভালবাসার বরাদ্দকৃত রঙচঙে দিন।

Loading

Leave A Comment

You cannot copy content of this page