কবিতা

কবিতা- নতুনের ডাক

নতুনের ডাক
– তমালী বন্দ্যোপাধ্যায়

 

 

যা কিছু পুরোনো তারই মাঝে শুনি নতুনের কোলাহল।
ডাক দিয়ে যায় নতুন সূর্য সোনালী আলোয় সোনার ধানে।
নানা রঙে সাজে অসীম আকাশ,
আসমানী নীল,গোধূলিতে রাঙা–
সাদা মেঘ ভাসে।
চিলের ডানায় সন্ধ্যা ঘনালে গভীর কালো সে।
ঝিকিমিকি চাঁদ খেলা করে ওই কালো দীঘি জলে।
পুরোন পৃথিবী নতুন প্রেমের গল্প বলে।

কালো মেঘে ছাওয়া বৃষ্টির ধারা খেলা করে মাঠে,
চমকিয়ে যায় বিদ্যুৎ রেখা।
বৃষ্টিতে ভেজে প্রেমিকযুগল,
পুরাতন প্রেম বয়ে চলে নতুনের মাঝে…চিরনতুনের ডাক দেয়।

মায়ের কোলে ছোট্ট শিশুটি,
ওর চোখে আজ সবই তো নতুন।
নতুন দিনের আলো ওর চোখের তারায় আঁকে বিস্ময়।

বাধা না’মানা নবীন কিশোর ছুটে চলে ওই খুঁজতে আকাশ।
আকাশের মত সুনীল গভীর মন হয়ে থাক চিরনতুন।

সময় তো থেমে থাকেনি কখনো।
সময় তো থেমে থাকেনা।
আগামীর বুকে শুনি শুধু নতুনের পদধ্বনি।
নতুন বাঁচুক– ওদের চোখেই রেখে যাব সব সোনালী স্বপ্ন।
সেই সব স্বপ্নেরা শিশিরের জলকুচি মেখে এঁকে দেবে এক-
বিভেদহীন, সুস্থ, স্বচ্ছ, সুন্দর, ভালোবাসাময় পৃথিবীর মুখ।।

Loading

One Comment

Leave a Reply to Dipak BhattacharjeeCancel reply

<p>You cannot copy content of this page</p>