কবিতা- সে আসবে বলে

“সে আসবে বলে”
-সুমিতা পয়ড়্যা

সে আসবে বলে–
ঝরা পাতারা বলেছিল
আর একটা দিন থাকি।
সে আসবে বলে—
পান্ডু বর্ণের সবুজেরা
করেছিল কানাকানি।
সে আসবে বলে–
ঘাসের শিশিরবিন্দুগুলি বলেছিল
দিগন্তের সূর্য দেরিতে এসো।
সে আসবে বলে–
ভোরের পাখিরা গান ধরেছিল
“এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে……”

সে আসবে বলে–
নীল আকাশের গায়ে চন্দ্রটা
তখনো আলো ছড়াচ্ছিল।
সে আসবে বলে–
ফোটা ফুলেরা ফুলেল শুভেচ্ছা নিয়ে
মৃদু মন্থর বাতাসে দুলছিল।
সে আসবে বলে–
দোয়েল কোয়েলরা আনন্দরাগে
তান ধরেছিল।
সে আসবে বলে
বিবর্ণ মলিনতারা জীর্নতারা
সোহাগে রঙ ঢেলেছিল।
সে আসবে বলে–
বন্দি খাঁচার পাখিরা উড়বে বলে
ডানা মেলে ছিল।
সে আসবে বলে–
শূন্যতারা পূর্ণ হবে বলে
অপেক্ষা করেছিল।
সে আসবে বলে–
আকাশে বাতাসে রঙে রঙে
বসন্ত রেঙেছিল।
সে আসবে বলে–
পরাগ, সৌরভ, ফেরারি মনেরা
ব্যাকুল হয়েছিল।
সে আসবে বলে–
শিহরিত মন কম্পনে কম্পনে
স্বপ্ন দেখেছিল।
সে আসবে বলে–
অসম্ভবের সঙ্গত উৎসবে
নীরবতারা হেসেছিল।
সে আসবে বলে–
এসেছিল সবাই, আমিও
প্রতীক্ষিত অন্তরে আবাহন জানিয়েছিল।
মহামিলনের মহাসঙ্গমে আপনার আপনজনকেই
সবাই খুঁজেছিল।

Loading

Leave A Comment