কবিতা

কবিতা- পরমাত্মা

পরমাত্মা
– দীপঙ্কর বিশ্বাস

 

 

ডালে ডালে পরগাছা বেঁধেছে বাস,
আত্ম রস-রক্তে হলো শত শত ভাগ।
এ সুন্দর পৃথিবী নয় আমার পুরোনো,
তাও মনে হয় সব সম্পর্ক ঠুনকো!
হাজার হাজার মনের চড়া আর নামা,
প্রকৃতির সাথে যত রকমের খেলা!
শত ভীড়ে মিশে আছে পুতুলের সুদিন,
কখনোই ফিরবে না নিখোঁজ সেদিন।
আপন অনেক কিছু আজো সবুজ,
পরগাছায় আমার হৃদয়ের এ সাজ।
ভরা বুকের শূন্যতা নিঃশ্বাস প্রশ্বাসে,
হৃদয়ে যেটুকু ফেরে সকল প্রশ্রয়ে।
সমস্ত ভাঙা নৌকা রেখেছি অযত্নে,
বাক্স খুললে ঘ্রাণে মন ভেসে ওঠে!
আত্মীয়তায় গহীন স্রোত না থাকলে—
কখনো পারতাম না অন্য দেশে যেতে।
অভিকর্ষ টানে ভাসান থাকি অবিরাম—
সম্পর্ক ভীতে লেগে সুদূর কুটুম।
চলে যাই শরীর ছেড়ে কক্ষপথ ধরে—
শরীর চালায় আত্মা বন্ধনে মুড়ে।
জুটে থাকি যত দিন বসুমতী পিঠে —-
পুরা নব্য মিলেমিশে থাকি সয়ে সয়ে।
যত দিন বাঁচি নধর কলেবর নিয়ে,
জ্ঞানত দেখা হলো না পরম আত্মাকে।

Loading

Leave A Comment

You cannot copy content of this page