কবিতা- এভাবে দেখা হয় না

এভাবে দেখা হয় না
-রীণা চ্যাটার্জী

বলেছিলে, দেখা হবে..
হাতে হাত রাখার উৎসবে।
উৎসব? কেমন উৎসব!
কেমন যেন‌ অচেনা পোড়া গন্ধ!
পুড়ছে সব.. আত্মা, মন, ইচ্ছে, স্বপ্ন
শুধু কাঠামোটা দূরে দাঁড়িয়ে দেখছে।
দেখছে..অহং, স্বার্থের বেচাকেনা।

বলেছিলে দেখা হওয়ার উৎসবে,
ভ্রু-ভঙ্গীতে থাকবে না ক্রোধের চিহ্ন,
শুধু বলো নি, বলে দাও নি
ঢেকে রাখা হবে বিড়ম্বনার খাপে।
চোখে জলের ধারা শুধু নোনা
ছাপ রেখে যাবে..
সময়সীমা অতিক্রমের অবহেলায়।

সময়ের পরিক্রমায় বছর, শতাব্দী
অতিক্রান্ত হলে পারবে তো চিনতে
চেনা মুখ- ভ্রু যুগল!
পারবে পড়তে কালের বলিরেখায়
কুঞ্চিত চোখের ভাষা?
হয় না, এভাবে দেখা হয় না
জীবাশ্মেের শীতলতায় তো থাকে না উষ্ণতা
হাতে হাত রাখা- শুধু বাতুলতা

দেখা হওয়ার তবে কোন সে উৎসব?
কুহক আঁধার জালে- পুড়ে যাচ্ছে..
পুড়ে যাচ্ছে সব, সব।

{অনুপ্রাণিত শ্রদ্ধেয় কবি শ্রী নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা- “দেখা হবে”}

Loading

One thought on “কবিতা- এভাবে দেখা হয় না

  1. বেশ ভালো লাগলো

Leave A Comment