কবিতা

কবিতা- গোগল্

গোগল্
– শান্তনু বন্দোপাধ্যায়

 

 

ইউক্রেন ছেড়ে মস্কোতে এসে,
পুশকিনের সাথে হলো পরিচয়,
গল্পের ফাঁকে লিখলেন বসে,
‘গভর্নমেন্ট ইন্সপেক্টর’ গোগল মহাশয়।

ব্যঙ্গে-রঙ্গে ভরা মজাদার নাটক,
দেড়শো বছরেরও আগে যে লেখা,
প্রতিবাদে হতে হয় এখনও আটক,
সময় থেকে হয়নি এখনও শেখা।

কালজয়ী হয়েছেন একবারে নয়,
একঘেয়েমী কাটাতে কলমে মনন,
ছোটো গল্প শুরু না করে কালক্ষয়,
আজও তাই লোকে তাকে করে স্মরণ।

দি নোস্, দি ওভারকোট,
হলো ছোটো গল্পের সেরা জোট।
যে কথা বলবার এখানে,
দাঁড়িয়ে আজও আমরা সেখানে।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>