
কবিতা- কোহিনুর
কোহিনূর
-তমালী বন্দ্যোপাধ্যায়
পাহাড়ী পথের বাঁকে,
নীল কুয়াশার দল ঘন হয়ে এল।
ঢেকে দিলো কত সম্পর্কের দাগ।
শিশিরের জলকুচি মেখে আবছায়া মুখ।
হিমেল বাতাসে অবশ মন।
হঠাৎই মখমলি রোদ্দুর এসে
সরিয়ে দিলো কুয়াশা।
আবার স্পষ্ট সবকিছু।
কত সাদা মেঘ ফিরে গেলো নীল আকাশে।
দূরে বনপাহাড়ের কোল ঘেঁষে,
উড়ে গেলো এক হলুদ পাখি।
সাথে উড়িয়ে নিলো আমার পরিযায়ী মনকে।
ভালোবাসার ওম পেতে,
ভালোবাসার কাঁটায়,
ভালোবাসার রঙে,
বাহারী নকশা বুনে চলে মন।
পান্না সবুজ তিস্তার বাঁকে,
তখন স্মৃতি রঙ আঁকে।
দূরে মায়াবী আলোয়,
বুকের মধ্যে লুকিয়ে রাখা
কোহিনূর লক্ষ দ্যুতি ছড়ায়।
হালকা মন কেমন শূন্য শূন্য লাগে।
কিছুই চাওয়ার নেই, কিছুই চাইতে নেই জেনেও
দুই হাত বাড়িয়ে দিই।
বনবীথিকায় ছাওয়া পথ ধরে,
হেঁটে চলি একজন্ম থেকে পরজন্মে।।


3 Comments
Dipak Bhattacharjee
অনবদ্য লাগলো।মন ছুঁয়ে যাওয়া লিখন।
Anonymous
Excellent
Anonymous
অনেক ধন্যবাদ🙏