কবিতা

কবিতা- নিশিগন্ধা

নিশিগন্ধা
– রাণা চ্যাটার্জী

 

 

তোমার ও আমার বন্ধুত্বে মধুর বিস্ফোরণ
পাশাপাশি-ঘেঁষাঘেঁষি কত আলো বিচ্ছুরণ!
মোবাইলে নিশাচর রাত জাগে,গুনগুন গীত,
আপনজনের স্বরূপ আয়নায় ফোটে কুৎসিত!

 

জানি এটা বলে লোকে ফিসফাস কতকিছু ,
পরোয়া করি না ওসব, কথাদের ফেউ পিছু!
নিশিরাত বাঁকা চাঁদ ওঠে মনেরও ক্যানভাসে
প্রেম প্রীতি ভালোবাসা এভাবে হঠাৎ আসে।

 

আকাশেতে চাঁদ ওঠে ভরায় জোছনায় মন

ভালবাসার নেশা জাগায় তুমুল আলোড়ন।
এই নিয়ে বসবাস উৎকণ্ঠারা আসে একরাশ
চুপচাপ কেউ আঁচ করে এই বুঝি সর্বনাশ!

 

কার কি যায় আসে হৃদয় যদি প্রেমে ভাসে
মান অভিমান রাগ বলে কয়ে কি আর আসে!
এই ভাবে পথ চলা প্রাণ ভোমরা প্রিয় জুটিতে,
নতুন ভোর, জোর খবর নিশিগন্ধার খুনসুটিতে।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>