কবিতা- “অমৃতের সন্ধানে”

“অমৃতের সন্ধানে”
-সুমিতা পয়ড়্যা

 

 

সে এসেছিল..
ওই যে দূরে অশ্বত্থ গাছটা
ঝিরঝির হাওয়া পাতা নাড়িয়ে অভিবাদন জানিয়েছিল,
এক চিলতে রোদ্দুর উঁকি দিয়ে দেখেছিল-
এক মাথা অবিন্যস্ত চুল,
ক্লান্ত পথিকের মতো উদাসী আনমনা,
খুঁজছিল তার চোখ; খুঁজছিল তার আপনার আপনজনকে
সে বলেছিল, ভালোবাসা দেবে-ভালোবাসা!
শুধু ভালোবাসা চেয়েছিল।
সে খবর জানে কজন!
কান পাতলেই শোনা যায়
ভালোবাসা দেবে…ভালোবাসা।
এক ভিখারী!
ভালোবাসার ভিখারী, গভীর রাতে স্বপ্ন দেখা ভিখারী,
ভালোবাসার পাওয়ার কাঙাল ভিখারী,
একাকী পথ চলার ভিখারী।
সে বলেছিল- একবার ভালোবেসে দেখো
আগুনে পুড়বে, কত ক্ষত সৃষ্টি হবে গভীর গোপনে
কলঙ্কিত চাঁদের মত জীবনে কালিমা লেপন দেবে
তবু বুকের মাঝে বোধের এক শিহরিত অনুরণন।
যার বোধ সুক্ষ্ম, ব্যাপ্তি অনেক।
কেমন এক ভালোলাগা অমৃতের স্বাদ।
ভালোবাসার ভিখারী সে।
ভালোবাসা চায়; অপূর্ণতার সাঁঝ-সকাল
সে এসেছিল। বার বার আসে
প্রতীক্ষার অনাহারে ভালোবাসা খোঁজে-
ভালোবাসা দেবে- ভালোবাসা….

Loading

Leave A Comment