কবিতা- এমন হলে মন্দ কি

এমন হলে মন্দ কি
– সীমা চক্রবর্তী

আঁধার মাখা, রাতের নীড়ে
জ্যোৎস্না নাচে আমায় ঘিরে।
নতুন করে হয় যদি ফের
দু’চোখ ভরা ঘুমের ঢের,
নিঃশব্দে যদি স্বপ্ন ঢোকে
প্লিজ তাকে দিওনা বকে।
যদি এমনই হয় প্রতিটি দিন
সবই বেঢপ… তুলনাহীন,
মন্দ কি….. ?

মন্দ কি, এই মনে যদি
আঁকা থাকে নষ্ট নদী।
কালো জলে নৌকা ভাঙা
মেঘে ঢাকা সূর্য রাঙা,
ভাসেনা জলে প্রতিচ্ছায়া
নীরস নিরেট উধাও মায়া।
অদৃশ্য কাঁটা গাঁথছে বুকে
দুরমুশে নাহয় পেরেক ঠুকে,
ঘাত – আঘাতে…..

ঘাত-আঘাতে জীবন দাগে
মরচে রঙের কলঙ্ক লাগে।
বৃষ্টি তাকে দেয় না ধুয়ে
কার্ণিশ ঘেঁষে গড়ায় চুয়ে।
অদেখা চোখ, হিংসুটে মন
এদের নিয়ে খুব জ্বালাতন।
বেড়েই চলে দিন প্রতিদিন
মুফ্তে চায় খয়রাতি ঋণ।
খুব বেহায়া…..

খুব বেহায়া আঁধার পাখি
রাত্রি জাগা নিলাজ আঁখি।
ঘাসের আগা শিশির ভেজা
অশ্রু মেঘ জমছে পেঁজা।
বন্ধ্যা রাত চাঁদ উদাসীন
সম্পর্করা আজ হৃদয়হীন।
আসা যাওয়ার এইযে খেলায়
জুটলে সঙ্গী এই অবেলায়,
মন্দ কি….?

Loading

Leave A Comment