কবিতা

কবিতা- সেদিন দুজনে

সেদিন দু’জনে
-পাপিয়া ঘোষ সিংহ

 

 

এমন একটা সকাল দাওনা
সেদিন যেমন দিয়েছিলে
চক্ষু খুলে ভোরের আলোয়
সেই দুজনে পলক ফেলে-
দেখেছিলাম হৃদয়তটের
সেই সে গহীন অতল সীমা
তোমার আমি তোমার মাঝে
এক শরীর এক আত্মা।

আর একটা সেই দিন দাওনা
সেদিন যেমন দিয়েছিলে–
ফাগুন-আগুন এনেছিল
তপ্ত দুপুর সেই সেকালে।
পক্ষীরাজে উড়িয়ে নিয়ে
নিয়ে গেলে সেই সুদূরে,
আবার কখন পৌঁছে গেলে
আমার আপন সেই কুটিরে।

এমন একটা গোধূলি দেবে?
সেদিন যেমন দিয়েছিলে,
সিঁদুর রাঙা লালাভ আভায়
আমায় তুমি দেখেছিলে।
পাশাপাশি, নিস্পলকে
নদীর পাড়ে দুই জনেতে,
রক্তের সেই ঢেউয়ের আওয়াজ
এ মন থেকে ঐ মনেতে।

আর‌ও একটা রাত দাওনা
সেদিন যেমন দিয়েছিলে,
সোহাগ মাখা, আদর আবেশ
শরীর জুড়ে ছড়িয়ে দিলে।
হিমেল হাওয়ার চেয়েও হিমেল
তোমার ছোঁয়ায় হয়েছিলেম।
লজ্জাবতীর মতোই সেদিন
পরশে তোমার গুটিয়ে গেলেম।

ধুকপুক ধুক করছে হিয়া
মনের ভিতর চলছে হাপর,
আগুন সে তো নিভবে তখন
বুঝবে ভালোবাসার বহর।
আবার তুমি কাছে এসো
শুরু হোক সেই পাগলামি,
আমার প্রেমীর প্রেমের তোড়ে
স্বপ্ন ভেলায় ভাসবো আমি

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>