কবিতা

কবিতা- আরও ভালোবাসো

আরও ভালোবাসো
সঞ্জিত মণ্ডল

ওগো প্রিয়তম, তুমি সে কি জানো, ভিজেছি শরীরে মনে,
এতো কাল তুমি কোথা ছিলে নাথ, প্রাণ যায় ফাল্গুনে।
দুহাত বাড়িয়ে বুকে টেনে নিলে কার সে না ভালো লাগে,
অধরামৃত পান চায় প্রিয়া আশ্লেষী অনুরাগে।
আরও ভালোবাসো সবটুকু মোর নিঃশেষ করে নাও,
এতো দিন পরে এলে তুমি নাথ সুখের যাতনা দাও।
বিরহী বাতাসে রোজ কানাকানি বলে যায় কতো কথা,
আমি অমৃতা, আমাতে তৃপ্ত হবে জানি প্রিয় দেবতা।
আকাশে নষ্ট চাঁদ ওঠে আর কালি হয় পোড়া মন,
শ্রীচাঁদ মুখেতে যখনই তাকাই মন করে উচাটন।
দু’ হাত বাড়াও নাও আরো নাও যত খুশী মন চায়,
বিরহী এ প্রাণে প্রিয় সঙ্গমে সব কিছু দিতে চায়।
প্রিয়র পরশে শিহরিয়া ওঠে চমকিত তনু মন,
সব দিতে চাই ভালোবাসাটাই আলো করে ত্রিভুবন।
আকাশে বাতাসে জোছনাও হাসে কুসুমিত ফুলবন,
আমি যে প্রেয়সী প্রিয় প্রেম লাগি উথলিত প্রাণ মন।
বিরহী কপোত সারাদিন ডাকে প্রিয়া সঙ্গম চায়,
আমিও বিরহী কানু প্রেম লাগি বারি যাচি যমুনায়।
চেয়ে দেখো শ্বেত শঙ্খের মতো যৌবন কামনায়,
প্রিয়র পরশে স্পন্দিত হবে শিহরিত বাসনায়।
ক্ষুধিত এ মন কবে থেকে জানো কানু প্রেম শুধু চায়,
যেদিন ও চাঁদ বদন দেখেছি প্রেমময় যমুনায়।

Loading

One Comment

  • Sanjit Kumar Mandal

    আলাপী মনকে আন্তরিক ধন্যবাদ আর অন্তহীন শুভেচ্ছা জানাই। আলাপী মন অনেক দিনের প্রিয় কাব্য সাথী, আলাপী মন এর সকল সদস্য বন্ধুদের জানাই হার্দিক অভিনন্দন।

Leave A Comment

You cannot copy content of this page