কবিতা

কবিতা- পারিভাষিক

পারিভাষিক

-অমল দাস

ডাল-ফোঁড়নের দুপুর বেলায়

হেমন্তের একবাটি নির্ভেজাল রোদ্দুর আর-

মুঠো কতেক শস্যদানার ওজন ঘামে

ভক্তিগীতির এক ভক্ত বৃদ্ধ হেঁটে যায় আবছায়া দুরত্বে..

নিম্নচাপে আকাশ-শত্রু শোকে বিহ্বল হলেও

এখানে কাদামাটির প্যাঁচপ্যাঁচে রুক্ষ্ম পথ নেই।

যারা বহুকাল আগেই লক্ষ্মীছাড়া গৃহহারা

তাদের অনুসরণের ছাপ গিলে খেয়েছে পোড়ামুখো পিচ।

ইটে ইটে যত দেয়াল গড়ে উঠেছে খেয়াল মত

ততই আব্রু হারিয়ে ভেঙে পড়েছে পৃথিবী রূপ।

ভাঙেনি কিশোরীর আরশিটা

প্রতিবিম্বের অলোক সাজিয়ে খুশি কেনে সে।

ঝিলের বিক্ষুব্ধপাড়ে যে ছেলেটি বড়শী পাতে আশার আলোয়,

কতেক মাছ আলো ঢেলেছে দ্বিধাহীন মৃত্যু দিয়ে।

মৃত্যুর পরিভাষার দরকষাকষিতে বাজার যখন ঈর্ষাউষ্ণ

তখন সাঁঝের ময়লা-মেঘের ছিন্নভাগে-

একসিকি চাঁদ ভালোলাগে।

Loading

2 Comments

  • জ্যোৎস্না ভট্টাচার্য ত্রিবেদী

    “কতেক মাছ আলো ঢেলেছে দ্বিধাহীন মৃত্যু দিয়ে”….অপূর্ব….

Leave A Comment

You cannot copy content of this page