কবিতা

কবিতা- আমার রবি

আমার রবি
-পায়েল সাহু

 

 

রবি আমার প্রাণের আলো, রবি মনের আকাশ
রবি আমার মুখের ভাষা, রবি আমার নিঃশ্বাস,
রবি আমার কাঁদায় হাসায়, রবি প্রেমের ভাষায়
রবি আমার ব্যাথার প্রলেপ, রবি বাঁচতে শেখায়।
রবি আমায় জগৎ চেনায়, বাসতে শেখায় ভালো
রবি আমার দূর করে দেয় অন্ধ প্রাণের কালো,
রবি আমার ক্ষুদ্র মেধায় ঢালে জ্ঞানের আলো।
রবি আমার পূর্ণ কলস অমৃত সাগর সমান,
রবি আমার জগৎজোড়া চির ভাস্বর কিরণ
রবি আমার সদাই জাগে সহস্র শতকের গানে
রবি আমার আসন পাতে সকল চিন্তার ক্ষণে,
রবি আমার,রবি তোমার, পূর্ণতায় সবার মননে।

Loading

Leave A Comment

You cannot copy content of this page