কবিতা

কবিতা- ভারসাম্যের খোঁজে

ভারসাম্যের খোঁজে
-রীণা চ্যাটার্জী

ভারসাম্যের খোঁজে কতক শব্দের ঢল চলে,
নেমে আসে রাজপথে,
উলঙ্গ- ধূলো মাখা ত্রাসে।
রাজপথ হারিয়েছে অভিমুখ- দ্বৈত সত্বায়
উচ্ছৃঙ্খলতার আর্বজনা ঘেরা
আগুনের স্তুপে,
কলহের কোলাহল- নতশিরে চোখ বুঁজে,
রিপুর তাড়নায় ভিড় দেখে জনপথে।
শপথেরা হয়েছে বিন্দু,
শত-সহস্র মিথ্যার বৈভবে
শর্তের রেকাবি ফাঁকা, শর্তহীনতার পরিহাসে।

কিছু ফুলে ভুল করে মালা হয় গাঁথা,
কিছু কথায় ভুল করে কাব্য হয় লেখা,
কিছু স্রোত ভুল করে হারায় পায়ে পায়ে
কিছু ভুল, ভুল করে ধারাবাহিকতায়।

তবু চাই, আরো চাই, আরো হোক ভুল,
তবে যদি শেষ হয়.. গোনার মাশুল।
অপেক্ষারা পায় নি আজো এডিসনের সূত্র,
তিমিরে ভাসছে দেখি আগামীর তথ্য।

নির্লজ্জ পথনাটিকা কবে…
শেষ হবে কবে?
কবে শব্দ ছাড়বে নগ্নতা!
শালীনতার ঘেরাটোপে?
খুঁজে নিতে হবে উত্তর, জীবনের সংগ্ৰামে,
যত মত তত পথ- সব যাক ছুটে
দেখা হোক আবার ঐক্যের ভোরে।

Loading

6 Comments

Leave a Reply to AnonymousCancel reply

<p>You cannot copy content of this page</p>