
কবিতা- কখনও অবকাশে
কখনও অবকাশে
-পাপিয়া ঘোষ সিংহ
আজকে আকাশ একটু খানি মেঘলা
মনের মাঝে সেই আঁধারের আবেশ,
তোমাকে পেতে একটু অন্যভাবে
আঁধার ছাপিয়ে পুলকের ছিল রেশ।
সব কেটে গেল, ঘটলো ছন্দপতন,
অনেক বাধা আমার কাছেও থাকে,
সব পার করে তোমাকে পাওয়ার আশায়
জল ঢেলে দিলে জবাবখানি রেখে।
কত পথ আমি চলছি এগিয়ে মনে,
ব্যস্ত সময় তোমার সারাবেলা,
রাগ-অভিমান সব তো শুধু তোমার
আমার জন্য উপেক্ষা- অবহেলা!
আমার জন্য না’সূচক কথকতা
আমার জন্য অপেক্ষা অবিরত,
তুমি চলো, আপন মর্জি মতো
দু’হাত ভ’রে দিচ্ছো শুধুই ক্ষত।
ভালোবাসা শুধু চায় যে ভালোবাসা
চেয়েছিলাম শুধুই তোমার সময়,
সেটুকুই তুমি না দিয়ে ফেরালে রোজ,
ব্যস্ত জীবন ভরিয়ে রাখুক তোমায়।
কখনও যদি পাও কোনো অবকাশ,
একদিন তুমি ভাববে মনে মনে,
অফুরান এক পাগল প্রেমীর প্রেম,
বারবার তারে ফিরিয়েছো কেমনে।
ভালো থাক ভালোবাসায় থাক জীবন
ভালোবেসে শুধু এটুকুই তো চাওয়া,
তোমার জন্য সুখের বৃষ্টি ঝরুক
আমার জন্য থাক শুধু পথ চাওয়া।।


One Comment
Anonymous
ধন্যবাদ আলাপীমন, ও সকল কবি বন্ধুদের।