কবিতা- অনীক্ষণ

অনীক্ষণ
-সীমা চক্রবর্তী

 

 

যে অলীক প্রেম গেছো রেখে
সে প্রেমে ঢেকে গেছে স্বপ্নের বেলাভূমি
লতাগুল্মের মতো ছেয়েছে আঁখি-পটে মৌসুমি…
বেলা অবেলায় মেঘবৃষ্টির আদর মেখে…. ।
ছোঁয়া না ছোঁয়ার দ্বন্দ্বে বেঁধেছো পাঁকে পাঁকে
তাই বুঝি প্রতি পলক সম্মোহিত হয়ে থাকে।
অনুভবের গাঢ় স্নিগ্ধতায় রচেছি তোমার অবয়ব,
তোমার আবেগের সাতকাহন,
যদিও কল্পনার সাথে চির বৈরীতায় বাস্তব….।

তবু যে ভালো লাগার বীজ বুনে গেছো
জান্তে অজান্তে….ঊষর প্রান্তে…
কে পারে এভাবে তাকে অনুভবের দুয়ারে আনতে…?
জীবনের অসাধ্য অঙ্কের নিগূঢ় দীর্ঘশ্বাসে…
অনেকাংশেই যায় না বোঝা নিত্যতার অভ্যাসে।
হলেই বা অদর্শিত…. অগোচরিত ….
তাও তোমার মোহনায় মিশে যেতে অক্লেশে
দিনের শেষে দ্বিধাহীন সুখ….
সোহাগ সিঁদুরে রক্তিম হবে নদী – মুখ
তুমি তোমার নন্দিত ছোঁয়া দিয়ে যেও ভালোবেসে… ।

Loading

Leave A Comment