কবিতা

কবিতা- হয়তো এই শেষ

হয়তো এই শেষ
-রীণা চ্যাটার্জী

হয়তো এই শেষ
এরপরে হবে না হয়তো কোনো কথা
ছুটি নেবে শব্দরা বিনা পারিশ্রমিকে
অনাহুত যেটুকু থাকবে ছড়িয়ে পড়ে..
কিছুটা বিহগার ঠোঁটে উড়ে যাবে দূরে,
কিছু চাপা থাকবে ধানের অর্ধমুক্ত শীষে,
আর কিছু ডাহুকের ডাকে ফুরোবে দুপুরে।

হয়তো এই শেষ
এরপরে আর হবে না হয়তো দেখা
স্মৃতির ধুলোঝড়ে ঘিরে যাবে মরীচিকা
পথ হারাবে সেদিন দৃষ্টির সীমারেখা।
পলাশ ছড়াবে না পথে রঙের মেলা,
ফাগুনের সাথে আবীর খুলবে না মুঠি,
পথের বাঁধন পথ হারাবে গ্ৰন্থিবিহীন বাঁকে।

হয়তো এই শেষ
এরপরে থাকবে না হয়তো পিছুডাক
থেমে যাবে পথ চেয়ে থাকার রেশটুকু,
খাতা নিয়ে অভিমান কষবে নতুন শুভঙ্করী
হিসেব মিলবে না, তাই অজস্র কাটাকুটি।
পড়ে থাকবে ছেঁড়া-ছেঁড়া স্মৃতি পাতা,
অবয়বে যার অবহেলা সংখ্যায় বেশী।

হয়তো এই শেষ
এরপরে শ্বাস হয়তো হাতে গোনা কিছু দিন
কুয়াশা ঘিরছে হৃদয়ের অলিন্দ ঘিরে
আঁধার নামে তারই মাঝে প্রতিদিন।
শুধু অভিমানী মন বলে ওঠে বারবার..
উল্লাসী-উৎসবে এ দেহ ছুঁয়েছো যতবার,
মৃতদেহে তোমার থাকবে না অধিকার।

Loading

2 Comments

  • Rana chatterjee

    বেঁচে ওঠার কবিতা চাই এই অসুস্থ পরিবেশে।খুব ভালো লাগলো দিদি।

    • রীণা চ্যাটার্জী

      চেষ্টা করবো ভাই। ভালো থাকবেন

Leave a Reply to Rana chatterjeeCancel reply

You cannot copy content of this page