একটি রাস্তা
-সুনির্মল বসু
একটি রাস্তা সারাক্ষণ জেগে থাকে,
একটি রাস্তা সারাক্ষণ চেয়ে থাকে,
একটি রাস্তা কখনো কখনো দার্শনিক হয়।
মোটর সাইকেলে চারজন রাগী যুবক তড়পায়,
দেখ্ লেঙ্গে,
প্রতিপক্ষ কে জানা যায় না,
বডি তোলতাই হয়ে যাবে,
এমন পেটাই করবো, ছবি তুললে শাল্লা নেগেটিভ আসবেনা, একজন রংবাজ বলে ওঠে,
জিনস্ গেঞ্জি পরা এক তরুণী চোখে কালো চশমা এঁটে অজানার সন্ধানে বের হয়,
ব্যস্ত পথে সারাদিন গাড়ি ছোটে,পথের পাশে ভিখারি প্রার্থী হয়ে দাঁড়ায়,
ট্রাফিক পুলিশ যান নিয়ন্ত্রণে ব্যস্ত, নবদম্পতি উবের ট্যাক্সি খোঁজেন, ভি,আই,পির আগমনে পথ যন্ত্রণা শুরু হয়,
গাড়ির জানালায় উঠতি সিরিয়াল নায়িকার মুখ দেখা গেলে,
পাবলিক হামলে পড়ে,
পথে অগণিত মানুষ যান, কেউ তাদের কষ্টের খবর রাখেন না,
গভীর রাতে রাস্তা ফাঁকা হয়, তখন রাস্তা স্মৃতির কথা কয়,
গভীর রাতে হাল্লা গাড়ী ছোটে, রাতে পথে মাতাল জোটে,
ল্যাম্পপোস্ট জড়িয়ে ধরে এক পেঁচি মাতাল বলে ওঠে, শালা, এটাকে বাড়ি লিয়ে যাবো।
ইলেকট্রিকের তারে ঝুলে থাকে চাঁদ, শহরের চারদিকে ফাঁদ, কার্নিশে তারাদের উঁকি ঝুঁকি,
ভোরের হিমেল বাতাস বয়ে যায়,
একটি রাস্তা সারাক্ষণ জেগে থাকে,
একটি রাস্তা সারাক্ষণ চেয়ে থাকে,
রাত্রি গভীর হলে, সেই রাস্তাটিই কখোন্ যেন
দার্শনিক হয়ে যায়।