কবিতা- আস্থা

আস্থা
– সঞ্জিত মণ্ডল

 

 

নিজের উপর আস্থা রাখুন আস্থা রাখতে হয়-
গায়ের রঙে নয় পরিচয় গুণের বিচার হয়।
কাঁদতে কাঁদতে আছড়ে পড়া এমন দুঃখ নয়-
জীবনটা যে দুঃখ সুখের কান্না হাসির হয়।

মা বাবা আর স্বামী স্ত্রীতে যত না দুঃখ হয়-
পাড়াপড়শি কুজন কানে বিষ ঢালে বিষময়।
হাত বুলালে যায় না ব্যথা দুঃখ গভীর হয়-
বাঁচতে শিখুন বাঁচার জন্যে আত্মহত্যা নয়।

বুকের মাঝে যখন ব্যথা গুমরে কেঁদে যায়-
ভালো বাসুন আপনজনকে ভালো বাসতে হয়।
আপনজনের দায়িত্ব বোধ অনেক জান বাঁচায়-
উদাসীন আত্মীয় বন্ধু এক্কেবারেই নয়।

সাধনাতে ভালো মনের আধার গড়তে হয়-
ঘুম বিহনে চোখ বসে যায় রাত্রি জাগা নয়।
গলার আওয়াজ বদমেজাজ আর অসহ্য রাগ হয়-
মনের ভীতর যত আগুন উগরে দিতে হয়।

চাপা স্বভাব ভীরুতা ভাব নরম মনের হয়-
ঝগড়া করুন হাসতে থাকুন গোমড়া মুখো নয়।
জীবন যুদ্ধে মরণ বাঁচন তার কৃপাতেই হয়-
উদ্যোগীরা পুরুষ সিংহ হেরেও জিতে যায়।

সবাই তো নয় রাজার ব্যাটা দুখীর ব্যাটাও হয়-
কিন্তু যদি লড়তে পারো করবে দুঃখ জয়।
জীবন যুদ্ধে হতেই হবে খুব অকুতোভয় –
দেখবে তুমি জিতবে তুমি করবে বিশ্বজয়।।

Loading

One thought on “কবিতা- আস্থা

  1. আমার আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা আর অন্তহীন শুভ কামনা জানাই প্রিয় বন্ধু। আলাপী মনের সকল সদস্য বন্ধু দের জানাই আন্তরিক অভিনন্দন

Leave A Comment