কবিতা

কবিতা- প্রেম দ্বন্দ্ব শান্তি ও শিশু

প্রেম দ্বন্দ্ব শান্তি ও শিশু
-সঞ্জিত মণ্ডল

 

 

জীবনে শান্তি কতো দরকারি সেটা তো সকলে জানে-
মনে যত ব্যথা যত আকুলতা সে কথা কজনে শোনে।
প্রিয়া নেই যার সে থাকে না আর সে কথা সকলে জানে,
প্রিয়া থেকে যদি না থাকারই মতো মন কি সেকথা মানে?
ভালোবাসা যদি অকালে শুকায় সে ভালোবাসাটা মিছে,
কাছাকাছি শুধু দেহের মিলন তাতে কি প্রশান্তি আছে?
ভাষাহীনা যত বিরহ বেদনা কুরে কুরে খায় মন,
কাছাকাছি তবু মন ভেঙে দেয় দৈহিক সে মিলন।

যে জীবনে সুখ দেখেনি কখনো সেও ভালোবাসা চায়,
ধনী দরিদ্র আতুর অবোধ প্রেমেতে বিভোর হয়।
বিশ্বাস করে ভালোবাসা যারে ভালোবাসো আজীবন,
অবিশ্বাসেতে জ্বলে পুড়ে যায় সুখের সে গৃহ কোণ।
সকলেই হয় মনেতে স্বাধীন সেথা হাত দেওয়া নয়,
দ্বন্দ্ব বিবাদ খুন ছাড়াছাড়ি অবিশ্বাসেতে হয়।

মন যদি হয় নির্মল নীল বিশ্বাস রেখো প্রাণে,
অবিশ্বাসের আগুনে দগ্ধ মারা যাবে ধনে প্রাণে।
দৈহিক প্রেমে সুখ দুদিনের চিরদিন থাকে নাকো,
সংসারে সুখ আনে শিশু মুখ সন্তান কাছে ডাকো।
যত হানাহানি ঝগড়া ও রাগ সব গলে জল হবে,
শিশু মুখ দেখে সব ভুলে যাবে সকলেই সুখী হবে।

Loading

One Comment

  • Anonymous

    আলাপী মন কে অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, আমার আন্তরিক শুভ কামনা ও অন্তহীন অভিনন্দন সমস্ত সদস্য বন্ধুদের প্রতি।

Leave A Comment

You cannot copy content of this page