“সূত্র”
-অমল দাস
সমাধান চাই…
অনেকটা সময় নিয়ে প্ল্যাটফর্ম অতিক্রম করছি
প্ল্যাটফর্মের দৈর্ঘ্য একশ মিটার, আমার কতো?
মিলবে ? মিলবে না..
অমীমাংসিত ভাগশেষের মতো!
জীবনের উপপাদ্যে পা ঘষতে ঘষতে বেলা চৌকাঠে হোঁচট খায়
পাটিগণিতগুলি হাঁ করে চেয়ে থাকে,
লাল লিটমাসে ধুয়ে নীল হবে বলে।
অথচ পরিখা ডিঙিয়ে তাদের সিংহদুয়ারের তালা ভাঙা হয়নি খাতায়।
শূন্য টেবিলের কৌণিক দূরত্ব মাপতে গিয়ে যে সূত্রের জন্ম হয়
তার উত্তরীয় জড়িয়েও উৎপাদক বিশ্লেষিত হয় না।
বরং অজ্ঞতার চারাগাছকে মেঘের মতো আচ্ছন্ন করে রাখে।
বৃত্তের পরিধি আঁকতে গিয়ে বিচ্যুতি ঘটে,
দেখি তির্যক রশ্মির মতো দূর ছায়াপথে সরে যায় রৈখিক টান।
কেবল প্রতিফলক তলের অভাবে-
প্রতিফলনে ফিরে আসা হয় না।