কবিতা

কবিতা- নিজেকে খুঁজতে রৌদ্রস্নান

নিজেকে খুঁজতে রৌদ্রস্নান
-সুজাতা দাস

 

 

তখনও রাত্রিটা, এক আকাশ স্বপ্ন দেখেছিল।
আমি দেখেছিলাম, ফাল্গুনি বাতাস–
চেয়েছিলাম ভোরের আকাশ, আর একটু, রৌদ্রস্নান।
তারপর…
একমুঠো রোদ্দুর খুঁজেছিলাম,
চেয়েছিলাম একটা ভাতঘুম, আর একটু অলসতা,
কিন্তু, সব চাওয়া কি পূর্ণতা পায়!!
না পাওয়ারা, আবেশে হারায়…
তবু পেতে ইচ্ছে করে, অবগাহনের উৎসকে।
তারপর…
আবার হারিয়ে যাওয়া, এক আকাশ শূন্যতায়,
চেয়েছিলাম তো, এক পূর্ণ জ্ঞান অসমাপ্তির।
কিন্তু, হারানো কথার সাম্রাজ্যে,
যার পুরোটাই অপাংক্তেয় ছিল-
তবুও পূর্ণতা ফিরে এলো, ফিরে এলো ফাল্গুনি বাতাস।
তারপর…
ফিরে এসেছিল, সেই রাত্রিটা, যে এক আকাশ শূন্যতার মাঝেও, স্বপ্ন বুনতে শুরু করেছিল…
শুরু করেছিল, স্বপ্ন দেখতে নতুন ভাবে।
শুধু নিজেকেই খুঁজতে।।

Loading

Leave A Comment

You cannot copy content of this page