কবিতা

কবিতা- প্রশ্ন তোমাকে

প্রশ্ন তোমাকে
-পাপিয়া ঘোষ সিংহ

 

 

মনে পড়ে প্রথম দেখার দিনটা?
না, ছিল না কোনো সাজের ভরম
ছিল না কোনো কথ্য নাটকীয়তা,
সোজাসুজি দুজনে দুজনের মুখোমুখি।

অদ্ভুত রোমাঞ্চ জাগছিল মনে- শরীরে,
কি অপূর্ব লাগছিল তোমাকে, তোমার কথাগুলো-
কর্ণকুহর দিয়ে সোজা হৃদয় ছুঁয়েছিল।
বিগলিত, আপ্লুত আমি ভাসছি, ভেসে চলছি-
ভালোবাসার উজান স্রোতে।

তোমার আবদার, তোমার আকুলতা
আমাকে পাগল করে তুলতো,
প্রেমের গরবে গরবীনি আমি সদা চঞ্চল কল্লোলিনী,
বয়ে চলেছি মোহনায় মিলবো বলে।

হঠাৎ দিনবদলের সাথে তোমার আবেগ স্তিমিত,
অপেক্ষা আর উপেক্ষার নোঙর বিঁধতে থাকলো আমাকে।
তোমার গতি অন্য খাতে ব‌ইতে শুরু করলো,
আমার মোহনায় পৌঁছনো হয়নি এখনো।
কেমন যেন গন্ডি কেটে দিয়েছে কেউ।

প্রশ্ন তোমার কাছে, কেন এমন হলো?
কথা ছিল তুমি বুক পেতে অপেক্ষা করবে আমার,
আমি ছন্দে গীতিতে ধেয়ে যাবো তোমার দিকে।
আমাদের মিলনে প্রকৃতি উদ্বেলিত হবে।
কেটে গেল ছন্দ, স্তব্ধ, নিষ্প্রাণ, নিষ্প্রভ আমি আজও তোমার অপেক্ষায়।
আসবে কখনও সেই প্রথম প্রহর?

Loading

One Comment

Leave a Reply to AnonymousCancel reply

You cannot copy content of this page