কবিতা- দিনলিপি

দিনলিপি
-শচীদুলাল পাল

 

 

দিন শেষে রাত্রি নামে ধরিত্রী কুলায়,
দিনলিপি লিখি রোজ ডায়েরি খাতায়।
সুখদুঃখ ভালো মন্দ হিসেব নিকেশ,
ঘটমান বর্তমান থেকে যায় রেশ।
আজকের বর্তমান কাল ইতিহাস,
রোজনামচায় আছে তারই প্রকাশ।
কলেরা বসন্তে কেড়ে নিল কার প্রাণ,
প্লেগ যক্ষা স্পেনিস ফ্লু কখন প্রস্থান।
তিনশ টাকা ভরি সোনাতে হলো কন্যাদান,
আইএস অফিসার আশি টাকা বেতন।
কিশোরীর প্রেমপত্রে মন উচাটন।
আছে লেখা প্রেমে হলো কার প্রত্যাখ্যান।
স্কুলে কম মার্কস পেয়ে হলো মনমরা,
মাধ্যমিকে জেলাস্তরে প্রেমিকাই সেরা।
এম.টেক. করে কবে কর্মে যোগদান,
কত বিয়ের খরচ লোক সমাগম।
সোহাগ রাতের সেই প্রথম মিলন,
সে’রাতে বন্ধ দুয়ার ভাঁঙার বর্ণন।
বিয়াল্লিশের আকালে ঘরে চাল নাই,
বিনা ভাতে মরে লোকে ঘাস পাতা খায়।
আটাত্তরে বন্যা জলে নিশ্চিহ্ন সম্বল,
সাপ মানুষ একডালে কেটে যায় কাল।
কলেরায় লোক মরে ঘর শুনশান,
ভরে গেছে মাকড়সা জালেতে উনান।
মশার কামড়ে হলো ম্যালেরিয়া ডেঙ্গি,
অকালে জীবন দিলো কতশত সঙ্গী।
মহাজাগতিক সূর্যগ্রহণ বলয় গ্রাসে,
ফায়ার অব রিং দেখে স্মরণীয় দৃশ্যে।
ভারতের চন্দ্রযান চাঁদের মাটিতে,
মঙ্গলে মঙ্গলযান গর্বিত ভারতে।
কাশ্মীর লাদাখ অবিচ্ছেদ্য অঙ্গ,
সত্তর বছর বাদে এক দেশে সঙ্গ।
নোট বাতিলে লাভবান লক্ষকোটিপতি,
হয়রান লবেজান দুস্থ চুনোপুঁটি।
লিভ টুগেদার, সহবাস বিয়ে বিনে,
সামাজিকতা বিলুপ্ত অতিমারী দিনে।
পরকীয়া প্রেম বৈধ সুপ্রিম আইনে,
প্রেমিক প্রেমিকা মুক্ত ভুলবে কেমনে।
পাশ ফেল গেলো উঠে আনন্দে বিদ্যার্থী,
শিক্ষা গেলো তলে, খর্ব জ্ঞানের পরিধি।
মনের পাতার স্মৃতি যদি ভুলে যায়,
ডায়েরি পাতায় পড়ে, মনে পড়ে যায়।

Loading

Leave A Comment