কবিতা- লজ্জাটুকু বয়ঃপ্রাপ্ত হোক

।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।।

লজ্জাটুকু বয়ঃপ্রাপ্ত হোক
-অমল বিশ্বাস ( বাংলাদেশ)

হাত ছাড়ো!
ব্যথা পাচ্ছো?
না না, শুভদৃষ্টির সাথে
কিছুটা বয়স ভাঙার পরিণত লজ্জা,
তোমার দয়াদাক্ষিণ্যের হাত
রাত চেনে।

আকস্মিক সাবালিকায়
যেমন একক ঘর,
বারবার বুকের উপর টানতে হয়
ওড়না কিংবা শাড়ির ভাজ,
না হলে কালকূট দৃষ্টি খাবলে খায়
বয়ঃসন্ধির স্বাভাবিক উত্তরণ।

কাচাহলুদ মাখানো মুখ
আর যতটা শরীরে লাগানো যায়
তারপর কাঁচাদুধ আর ঘড়াভর্তি জল
আমাকে শুদ্ধ করে,
আমি কি সত্যিই অশুদ্ধ ছিলাম?

দয়াদাক্ষিণ্যের হাত
রাত চেনে,
অন্ধকারে এই লজ্জিত চোখ
নিজস্ব শরীর দেখে নিজে লজ্জা পায়,
অথচ নির্লজ্জ তুমি
চাষযোগ্য ভূমির অপেক্ষায় না থেকে
দস্যু হয়ে যাও।

হাত ছাড়ো!
আমার লজ্জাটুকু আর একটু বয়ঃপ্রাপ্ত হোক,
অন্তর্লোক বুঝুক
সাবালিকা শব্দটি এখনও যুবতী হয়নি,
রমণ বোঝেনা।

Loading

Leave A Comment