কবিতা,  স্মৃতি সাহিত্য পুরস্কার

কবিতা- একদিন

।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।। 

 

একদিন
-শম্পা সাহা

 

 

একলা হাঁটতে ক্লান্ত লাগলে যখনই একটু বসতে চেয়েছি
ছায়ারা সরে গেছে দূরে
প্রত‍্যাখ‍্যাত প্রেমিকার মত
অথবা বেকার যুবকের মত ভবঘুরে ক্লান্তিরা
আবার ডানা মুড়ে আমারই আঙ্গিনায় বসত করে

রোদের ঝিকিমিকি চেয়ে হাড় হিম হয়ে যাওয়া রাতের একঘেয়ে কান্নায়
না জানি কত খেদ মিশে ছিল
একটা জোনাকিও ভুল করে জানালা পেরিয়ে
ঘরে ঘুরে ফিরে বেড়াতে আসেনি

লক্ষ্মী প‍্যাঁচাও খিদে পেলে ইঁদুর শিকার ধরে
তীব্র নখরে ঠোঁটে লেগে থাকে তার
রক্ত মাংস ক্লেদ
খেদ হীন ডুমুরের ডালে বসে প্রতিকী লক্ষ্মী
লেখা থাকে না তার গায়ে কোনো মৃত্যুর ইতিহাস
বিশ্বাসে বিষ আছে জেনে সভ‍্যতা আজ নীলকন্ঠ রূপ
তবুও ক্লান্ত আত্মা এই আশায় একদিন ভবিষ্যতে দেখবে বিবেক জাগরুক।

Loading

2 Comments

Leave a Reply to AnonymousCancel reply

You cannot copy content of this page