কবিতা- নষ্ট প্রেমিক

।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।। 

 

নষ্ট প্রেমিক
-তমালী বন্দ্যোপাধ্যায়

 

 

সে ছিলো এক সস্তা প্রেমিক,
নষ্ট প্রেমিক, ভ্রষ্ট প্রেমিক।
ছদ্মবেশী, মুখোশ ঢাকা, অবিশ্বাসী।
বেয়াক্কেলে ঘনিষ্ঠতায় বাড়ানো হাত।
কিন্তু সে মেয়ে তার চোখে
নিজেকেই খুঁজতে থাকে।
পায়নি খুঁজে — অনুভবী,আবেশী মন
থমকে থাকে।

সময়ও তো পাল্টে গেছে
প্রতিদিনের জীবন খাঁজে।
শর্তবিহীন ভালোবাসা গুমড়ে মরে।

ভালোবাসা,এতই কি আর সস্তা না’কি?

ভালোবাসা অনেক দামী।
তাইতো সে মেয়ে বিকোয় না প্রেম সস্তাদরে।
চায়ওনা সে সস্তা সে প্রেম হাতটি পেতে।

সে মেয়ে যে নিজের মত —
বাইরে কঠিন, ভিতর কোমল।
তার হৃদয়ও কাঁদে বসে খুব একাকী।

পাহাড় চিড়ে ঝর্ণার কল-কলধ্বনি।
তার হৃদয়ে লুকিয়ে থাকে
ভালোবাসার হীরের খনি।।

Loading

Leave A Comment