কবিতা- যেদিন রবো না

।। অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার।। 

 

যেদিন রবো না
-অমর দাস

 

 

যেদিন রবো না পৃথ্বী মাঝে আমি যে তোমার
সেদিন এই পৃথিবীটা তোমার হবে যে অন্ধকার ।
যে প্রেম দিয়েছো মোরে আর না লভিবো আমি।
যে প্রেম দিয়েছি তোমায় সে যে ফুরাবে জানি।
কত দুঃখ দিয়েছি তোমায় আর কত যে বেদনা,
তবু তুমি মোরে দিয়েছো সুখ দাওনি তো যন্ত্রণা ।
সারা জীবন মুখ বুজে সহেছো কত ক্লেশ সীমাহীন,
স্নিগ্ধ শীতল স্বভাবে কর্ম করেছো তুমি বিরামহীন।
রোগগ্রস্ত হতভাগ্য মোরে তুমি দিয়েছো যে সাহারা,
তুমিই তো হয়েছো মোর বন্ধু যখন আমি দিশেহারা।
কখনো আমি হয়েছি তোমার দিশা তুমি যে আমার,
রবোনা যেদিন বিশ্বমাঝে এ পৃথিবী মোর অন্ধকার।
কত ভালোবাসা দিয়েছি আমি মোর সন্তানের তরে।
শুনবো না “বাবা” ডাক যবে রবোনা ধরণী পরে।
জন্ম মৃত্যুর এ যে কি খেলা কাহারো তো মুক্তি নাই
জন্ম মৃত্যুর মাঝে দেখো মোদের কোথাও নেই ঠাঁই।
জানি আমি অনেক অভিমান আছে আমার উপরে
লয়ে যাবো সাথে সব অভিমান মুক্ত করি তোমারে।
যতো সুখ আছে আমার সব দিয়ে যাবো তোমারে।
যতো দুঃখ দিয়েছি তোমায় ফিরিয়ে দাও মোরে।
শিক্ষা, দিক্ষা, প্রেম-প্রীতি,ভালোবাসা,আর সংস্কার
পড়ে রবে সবই মোর যবে চলে যাবো মরনের ওপার।
আমার শৈশব, কৈশোর আর আমার জীবন যৌবন,
আজ হয়েছে ইতিহাস ,নেই যে যৌবনের কলতান ।
চারিদিকে শুধু শুনিতে যে পাই আহ্বান ওপারে ।
যেতে হবে ওপারে তোমায় আমায় বিধাতার বিচারে।
যাবার বেলায় শুধু বলে যাই কখনো ভুলোনা মোরে।
তোমার স্মৃতি লয়ে চলে যাবো আমি মরনের ওপারে।

Loading

Leave A Comment