Site icon আলাপী মন

কবিতা- তুমি আসবে বলে

তুমি আসবে বলে
-তাপসী শতপথী পাহাড়ী

 

 

আকাশটায় একবার মন ছুঁয়ে দেখলাম, ঠিক তোমার মতো সে যেন নীলাম্বরী শাড়ি পরে উদার বুক মেলে ধরেছে দিগন্ত বিস্তৃত করে।তাতে ডানা মেলে উড়ছে পেঁজা তুলোর মতো শ্বেতশুভ্র মেঘ- বলাকার দল। আকাশ বাতাস মুখরিত হচ্ছে আগমনি সুরে।
দিক্ দিগন্তে নেমেছে আনন্দের ঢল।
শিশির ভেজা ঘাসের ওপর টুপটাপ ঝরে পড়ছে শিউলি ফুলের গন্ধ।
দিঘির পদ্ম শালুখে লাগছে আনন্দের ঢেউ।
দোল খাচ্ছে কাশ বন। চারদিকে জানান দিচ্ছে শারদীয়ার আগমনি খবর।
শুধু তুমি আসবে বলে আজো মগ্ন হয় সারা মন, শিহরিত হতে চায় সুপ্ত চেতনারা-সেই সর্বজনীন ভালোবাসায়। হয়তো আরো একটা বনলতার খোঁজে,
শুধু তুমি আসবে বলে….

Exit mobile version