সাঁকো
-রীণা চ্যাটার্জী
“ভালো থেকো” কথাটা কেমন দায়সারা,
ভালো থাকা কি সত্যিই এতো সহজ?
দিনলিপি জানে কতোটা দুর্বিসহ-
ভালো থাকা তো ওর আড়ালেই নিখোঁজ।
বলে দেওয়া যায় কতটুকু, সব টুকু?
দূর থেকেই যদি সব কিছু যেত বোঝা,
মুখোমুখি বসার থাকতো কি প্রয়োজন?
স্পর্শ-গন্ধ ভুলে থাকা এতোটা সোজা!
হাসি কি কখনো মনের কথা বলে?
মনের ভেতর ঝড়ের পূর্বাভাস..
বৃষ্টিও হয় প্রতিদিন গড়ে অনুপাতে,
বিচ্ছেদের সুরে নিত্য অজ্ঞাতবাস।
যারা বলেছিল- পাশে আছি, সাথে আছি
অঙ্গীকারে বেঁধে দিয়ে গেছে তারা,
সাঁকোর এপারে আজো জমে আছে ভিড়
প্রতিশ্রুতির পারানি পায়নি ওরা।
কিছু শ্বাস এখনো বাকি। এখনো বেঁচে।
আয়ুর হাতে বাঁচার মাদারি খেলা,
পরিচয় দেখেছো সাঁকোটা দুলছে রোজ!
আহুতির ক্ষণে ডাক দিয়ো সাঁঝ বেলা।
অসম্ভব সুন্দর কবিতা, গভীর জীবনবোধের প্রতিভাস।
মন ছুঁয়ে গেল।
।। সুনির্মল বসু।।
প্রাপ্তি দাদাভাই 🙏🙏
বাহঃ বড় সুন্দর লেখা, সত্যিই, ভালো থাকা কি এতোই সোজা যতোটা সোজা ভালো থেকো বলা…
ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো।
মন ছুঁয়ে যাওয়া লেখা।
সুমিতা দাশগুপ্ত
প্রাপ্তি🙏🙏
সত্যিই তাই। বিশ্বাস হন্তা ভূবনে দেবতাও হতবাক। প্রত্যাশা ভরা জীবন কেবলই আক্ষেপ রেখে যায়। তবুও মেনে নেওয়া , মনে নেওয়া নাই-বা হলো। একা আসা একা যাওয়ার জীবন চক্রের অভিনব অভিজ্ঞতা বারংবার।
ভালো থেকো বললেই , ভালো থাকা যায়না। তবুও ভালো থাকতেই হয় দোদুল্যমান সাঁকোয় একাকী ।
জোরালো মন্তব্য, নামটা জানতে পারলে ভালো লাগতো। ধন্যবাদ 🙏
অনুভূতির অনবদ্য প্রকাশ।
অভিনন্দন দিদিভাই।
ধন্যবাদ ভাই
ভারি ভালো লাগলো কবিতাটি।
প্রাপ্তি🙏🙏
ভালো থাকা কি এতোটাই সোজা যতোটা সোজা ভালো থেকো বলা…! তবু আমরা বলি, আসলে ভালো থাকাটা চাই। সাঁকো টা তো অনুক্ষণ ই দুলছে, তার মধ্যেই ব্যালেন্স করে এগিয়ে যাওয়াই তো জীবন। ভীষণ সুন্দর কবিতা টা, খুব ই ভালো লাগলো….
ভারসাম্যহীনতায় প্রকৃতি ধুঁকছে, জীবন তো খুব ছোট্ট শব্দ। ভারসাম্যহীনতায় দোদুল্যমানের বীজ অন্তর্নিহিত- জীবনবোধ, জীবন দর্শন সবার কাজে এক নয়, পরিস্থিতি সবার কাছে একটাই দর্পণ নয়, তাই ব্যালেন্স বা ভারসাম্য রক্ষা করা অতোটা সহজ কথা নয় সবার জন্য, সবার কাছে- ধন্যবাদ 🙏