স্মৃতি সাহিত্য পুরস্কার

“অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার” – এর ফলাফল

অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার” – এর ফলাফল

 

 

“আলাপী মন” আয়োজিত “অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার”-এ অংশগ্ৰহণকারী সকল কলমকে বিনম্র শ্রদ্ধা, সকলেই নিজের ভাবনায়, সৃষ্টিতে অনন্য।
গল্প বিভাগে তিনটি, কবিতা বিভাগে চারটি করে লেখা নেওয়া হয়েছিল- কলমের ধারাবাহিকতা, বিষয় নির্বাচন, সাহিত্যের উৎকর্ষতা নিয়েই আমরা পথ চলতে চেয়েছি।

বিচার বা নিখুঁত বিশ্লেষণে নয়, মন ছুঁয়ে যাওয়া কয়েকটি কলম আমরা বেছে নিয়েছি প্রথম, দ্বিতীয়, তৃতীয় কলমে। সাহিত্যের গভীরতায় অবলীলায় সন্তরণ করেছেন যাঁরা বা বিষয় ভাবনার অনন্যতায় যাঁরা মুগ্ধ করেছেন-
কবিতা বিভাগে:-
প্রথম- শ্রী অসীম দাস, কবিতা- “ফেরারী ফৌজ
দ্বিতীয়- শ্রী প্রদীপ শর্ম্মা সরকার- “বিনিসুতোয় প্রেম
তৃতীয়- শ্রী কাজল দাস- “আমি সেই মুখ

গদ্য বিভাগে:-
প্রথম- শ্রী সুজিত চ্যাটার্জি, রম্য- “নগ্ন চরিত
দ্বিতীয়- শ্রীমতী পায়েল সাহু, গল্প- “অভি
তৃতীয়- শ্রী সঞ্জিত মন্ডল, গল্প- “গল্প
শ্রী রাণা চ্যাটার্জী, গল্প- “ভারতমাতা

বিশেষ পুরস্কার:-
শ্রী সুমিতা দাশগুপ্ত, প্রবন্ধ- “লীলাময়ীর লীলা কথা

Loading

5 Comments

  • Anonymous

    অমর নাথ স্মৃতি সাহিত্য পুরস্কার এর সঙ্গে নিজের নাম যুক্ত করতে পেরে অপার গৌরব বোধ করছি। একজন সম্মানীয় মানুষের উজ্জ্বল স্মৃতির সঙ্গে জড়িয়ে রইলাম, এ সত্যিই আমার পরম পাওয়া। এই সুখের উপলব্ধি যারা আমার কাছে পৌঁছে দিলো , সেই আলাপী মন ওয়েব ম্যাগাজিন কে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা।
    শুভ বিজয়া উৎসবের আনন্দ শুভেচ্ছা।
    সব্বাই খুব ভালো থাকুন সবসময়।

  • অসীম দাস

    আপ্লুত
    সকল বিজয়ীগণকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই

  • Rana chatterjee

    দারুন এক উদ্যোগ,ভীষন সাড়া ফেলেছিল অংশ গ্রহণকারীদের মধ্যে,এক সুস্থ সুন্দর প্রতিযোগিতা।সকলকে আমার অভিনন্দন ।ধন্যবাদ আলাপী মন

Leave A Comment

You cannot copy content of this page