কবিতা

কবিতা- ভালোবাসা

ভালোবাসা
-সঞ্জিত মণ্ডল

ভালোবাসা মানে একটু গোপনে কিছুটা উষ্ণ হওয়া,
ভালোবাসা মানে মনে বনে কোনে গোপনে জড়াতে চাওয়া।
ভালোবাসা মানে শীতে দুটি মনে আরও ঘন হতে চাওয়া,
ভালোবাসা মানে গোপনে গোপনে ভালো কিছু খেতে চাওয়া।
আড়মোড়া ভাঙি রোজ সকালেই ভালোবেসে চা’টা খাওয়া,
ভালোবাসি বলে রোজ সকালেই ভালো করে মুখ ধোওয়া।
ভালোবাসি বলে শীতের সকালে কিছু সোনা রোদ খাওয়া,
ভালোবাসি বলে শীতের বিকেলে গরম পোশাক চাওয়া।

ভালোবাসি মানে গ্রীষ্মে গরমে একটু ঠান্ডা চাওয়া,
স্নান সেরে নিয়ে তাড়াতাড়ি ফ্যানে একটু শীতল হাওয়া।
ভালোবাসি বলে গরমে সকালে একটু হাঁটতে যাওয়া,
ভালোবাসি তাই আকাশে তাকাই একটু মেঘের ছায়া।
ভালোবাসি বলে বৃষ্টি সকালে পথঘাট ভরে যাওয়া,
ভালোবাসি ছাতা, নয় কচুপাতা, মাথাটা ঢাকতে চাওয়া।
ভালোবাসি ফুল কুড়াতে শরতে আগমনী গান গাওয়া,
আসবে জননী তাই জামা কিনি ঠাকুর দেখতে যাওয়া।

ভালোবাসি সে কি চোখে জল দেখি বিসর্জনের খেয়া,
চলে যাবে বলে সব কিছু ফেলে বিষাদের গান গাওয়া।
হেমন্ত আসে হেমন্ত যায় সবইতো শিশিরে ধোয়া,
বসন্ত এসে ফোটাবে যে ফুল তারই পথ পানে চাওয়া।
এই ভালোবাসা প্রাণে জাগে আশা দুনিয়াতে আশা যাওয়া,
ভালোবাসি বলে নব হিল্লোলে প্রভাতের গান গাওয়া।
এ জীবনে ভাসি ভালোবাসা বাসি ভালোবাসা দিতে চাওয়া,
এসেছি এখানে এই ধরাধামে ভালোবেসে আসা যাওয়া।।

Loading

One Comment

  • Sanjit Mandal

    এক আকাশ শুভেচ্ছা জানাই প্রিয় বন্ধু, অনেক অনেক ধন্যবাদ আর শুভ কামনা জানাই

Leave A Comment

You cannot copy content of this page