কবিতা

কবিতা – ঈশিকা নাম জিন্দেগী

ঈশিকা নাম জিন্দেগী
-সুনির্মল বসু

শূন্যে ভাসমান পেঁজা তুলোর মতো দ্রুততম গতিতে তার ভেসে বেড়ানো,
এক জীবন থেকে অন্য জীবনে, এক শরীর থেকে অন্য শরীরে,
পাহাড় নদী বন্দর, জলাশয় সমুদ্র, উদার বন ভূমি ও বৃক্ষলতার জগৎ পেরিয়ে তার অনির্দেশ্য যাত্রাপথ,
মহাকাশ থেকে আলোকবর্ষের ওপার পর্যন্ত
তার সাবলীল যাতায়াত,

প্রতি জন্মে কতশত অভিজ্ঞতা,
দুঃখ কষ্ট ভোগ, সাফল্য, উচ্চতম সিঁড়িতে আরোহন,
মহা পতন ও মহা উত্থান, আরোহন ও অবরোহন,
প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে জন্ম থেকে জন্মান্তর,
মায়ার পৃথিবীর টানে বারবার ফিরে ফিরে আসা,
কি থাকে জীবনে, কি থাকে অনুভবের সংগ্রহশালায় ,

মায়ার সংসারে সবাই নাটকের কুশীলব, কান্নাহাসির দোল দোলানো পৃথিবী,

আমরা যথা হইতে আসি, আবার তথায় ফিরিয়া যাই,
উতরোল সপ্তসিন্ধুর ঢেউয়ের মতো
ভেসে চলে জীবন,পথ ক্রমাগত পথ বদলায়,
বারান্দা থেকে বারান্দায় জীবন বদলায়,
মানুষ থেকে মানুষে সংসার বদলায়,
শরীর থেকে শরীরে চেহারার রূপান্তর ঘটে,

সেদিন পার্কস্ট্রিট মোড়ে দাঁড়িয়ে দার্শনিক বন্ধু সিগারেটে লম্বা টান মেরে বলছিলেন,
ঈশিকা নাম জিন্দেগি, মেরে দোস্ত।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>