কবিতা- বজ্রপাত

বজ্রপাত
-পাপিয়া ঘোষ সিংহ

 

 

আকষ্মিক বজ্রপাতের শব্দে
বিদীর্ণ হয় হদয়তটভূমি
আদরে সোহাগে লালিত যে প্রেম
চুম্বনে তার অন্য মুখচ্ছবি।

যে কথা সে শুনিয়েছে এতদিন
আজ সে কথা অন্য কার‌ও তরে,
বিশ্বাসের সেই নৌকার পাল
ছিন্নভিন্ন অবিশ্বাসের ঝড়ে।

শরীর মনে অপমানের আঘাত,
কেমন করে মুছবে সে সব স্মৃতি,
কেউ কখনও দুস্বপ্নেও ভাবে?
ভালোবাসার এ হেন পরিণতি।

তবুও এ মন বড়োই অবাধ্য,
বাঁধ মানে না তো কিছুতেই,
প্রহসন আর প্রবঞ্চনার পরেও
আঁকড়ে ধরে ভালোবাসাকেই!

ভালোবাসা এমনই অসহায়?
ঘৃণা- বিদ্বেষ ছাড়িয়ে তার প্রকাশ!
উপেক্ষিত, প্রতারিত মন
তবুও খোঁজে ভালোবাসার আকাশ।

Loading

2 thoughts on “কবিতা- বজ্রপাত

  1. ধন্যবাদ আলাপী মন এর এডমিন সহ সমস্ত সদস্যদের 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

Leave A Comment