Site icon আলাপী মন

অণু কবিতা- আয়না

আয়না (Mirror)
-দেসা মিশ্র

 

 

গোলাপি বকদের দেখে
তৃষ্ণা লুকিয়ে
লাল করলাম ঠোঁট…

আশেপাশে
মানুষের মেলা
হেঁটে গেলাম…

কোথাও আয়না পেলাম না
তবে
কেন এ ভিড়!

কিছু কথা
ক্ষতের জন্ম দেয়
তাদের
মৃত্যু কামনা করলেও
আয়না আবশ্যক।

তাতে মেঘ-অতীত ঢাললে
পুনরায়
টলটলে জল হওয়া যায়।

Exit mobile version