কবিতা- রেজারেকশন

রেজারেকশন
-সঞ্জিত মন্ডল

 

 

রেজারেকশনে আবার এসো প্রভু
পৃথিবীতে আজ দারুণ দুঃসময়,
ভাইরাস ভয়ে জীবন স্তব্ধ আজ
পৃথিবীতে ফের সুসময় এনে দাও।
এ কালবেলায় আলো হাতে এসো আজ,
হিংসা ও দ্বেষ নাশকতা দূরে যাক
অবুঝ মানুষ জানে না কি দোষ তার,
মানুষ দেখুক মানবতার স্বরূপ।

ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছিলে,
হাজার দুঃখ ব্যথাতেও ধীর স্থির,
কুকাজের ভুল সবাই কি বোঝে আর
মানুষ দেখুক ক্ষমাসুন্দর মুখ।
ভাইরাস ভয়ে থেমে গেছে কতো কাজ,
গতিময়তাই জীবনে ফিরিয়ে আনে,
দুঃখ বিভেদ সব ভুলে যেতে দাও,
পৃথিবীতে ফের রেজারেকশন হোক।

গোটা পৃথিবীই আশায় আশায় থাকে,
তুমি এসে সব ভালো করে দিয়ে যাবে,
পৃথিবী মেতেছে ধ্বংসের উল্লাসে,
এ অন্ধকারে তুমি আলোক জ্বালাও।
বেথলেহেমের শিশু বড়ো হয়ে যায়,
কাঁটার মুকুটে তবু কতো উজ্জ্বল,
দয়া মায়া আর শান্তির বাণী দিলে,
তবু দেখো তুমি ক্রুশবিদ্ধই হও।

ভাইরাস ভয় গ্লানি ধুয়ে মুছে দাও
তোমার আশিসে রেজারেকশন হোক,
পৃথিবী আবার নতুন জীবনে ফিরুক
হে মহা জীবন এসো আনন্দময়।

Loading

One thought on “কবিতা- রেজারেকশন

  1. আমার আন্তরিক ধন্যবাদ আর অন্তহীন শুভেচ্ছা ও শুভ কামনা জানাই প্রিয় সম্পাদক ও আলাপী মন এর কর্তৃপক্ষ এবং সমস্ত শুভানুধ্যায়ীদের।

Leave A Comment